মোঃ নাজিম উদ্দিন
(নোয়াখালী)প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-উপনির্বাচনে বেসরকারি ফলাফলে) নৌকা প্রতীকে আওয়ামীলীগের প্রার্থী শাহনাজ বেগম জয়ী হয়েছেন।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রবিউল আলম জানান, নৌকা প্রতীকে আওয়ামীলীগের প্রার্থী শাহনাজ বেগম এক লাখ ৫৮ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মঞ্জুরুল আজিম সুমন ২৩ হাজার ভোট পেয়েছেন।
উপজেলার ১৬টি ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভার নিয়ে ১৪৬টি কেন্দ্রে মোট ভোটার ৪,১৬.২৩৪ জন। এর মধ্যে পুরষ ভোটার দুই লাখ ১৫ হাজার ৯৯৮ জন এবং নারী ভোটার দুই লাখ ২৩৬ জন । এ নিবার্চনে মোট চার জন প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন।
প্রসঙ্গতঃ গত ২৭ সেপটেম্বর বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের নেতা ওমর ফারুক বাদশা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার কারণে চেয়ারম্যান পদটি শুন্য ঘোষনা করা হয়।
© All rights reserved © 2020
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Leave a Reply