বুধবার (২ ডিসেম্বর) আনুমানিক ২টায় লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের রাইন্যামাছড়া নামক এলাকা থেকে মৃত বাংল্যা চাকমার ছেলে রবি চাকমা ওরফে রবি কুমার চাকমাকে (৩৮) অস্ত্রসহ আটক করা হয়। তার কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি পিস্তল, ২৬রাউন্ড তাজা গুলি, চাঁদা আদায়ের রশিদ, মোবাইল, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জামাদী উদ্ধার করা হয়।গোপন সূত্রের মাধ্যমে খবর পাওয়া যায় যে,এলাকার পাহাড়ি-বাঙালি গরিব মানুষ থেকে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায় করত মানুষের সম্পদ জিম্মি করে টাকা আদায় করত ।সেই ইউ পিডিএফ কর্মীকেই অস্ত্রসহ আটক।
সেনাবাহিনী সূত্র জানায়, আটক ব্যক্তি ইউপিডিএফ’র মূল দলের সশস্ত্র স্বক্রিয় সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে দুল্যাতলী ক্যাম্প হতে ৩কি:মি: দুরে চাঁদা আদায়ের প্রন্তুতিকালে নিজ বাসায় অবস্থানকালে হাতেনাতে আটক করা হয়।
পাহাড়ের পাহাড়ি-বাঙালি গরিব মানুষের একটাই দাবি সরকারের কাছে।এসব জুলুমবাজ সন্ত্রাসীদের শিখর থেকে নির্মূল করে পাহাড়ে শান্তি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন অচিরেই। পাহাড়ে শান্তিশৃঙ্খলা স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ নির্মূলে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রাখবেন বলে পাহাড়ের মানুষ আশাবাদী ।
© All rights reserved © 2020
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Leave a Reply