পারভেজ ভূঞা (সদর প্রতিনিধি)-
ফেনী লালপোল সোলতানিয়া মাদরাসার মুহাদ্দিস, গুণক দারুল উলুম মুইনুল ইসলাম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও হেফাজতে ইসলামের নবনির্বাচিত সহকারী মহাসচিব এবং ফেনী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, জনপ্রিয় ইসলামী নেতা মুফতি রহিমুল্লাহ কাসেমী ২৫ নভেম্বর বুধবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে ঢাকা ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহুম মৃত্যুর খবরটি তার পুত্র মাওলানা মাহমুদুল হাসান নিশ্চিত করেন। মরহুমের রুহের মাগফিরাতের জন্য সকলের দোয়া চেয়েছেন, পুত্র মাহমুদুল হাসান।মরহুম রহিম উল্লাহ কাসেমীর জানাজা (২৬ নভেম্বর) আজ দুপুর ২টা ৩০ মিনিটে হযরতের প্রতিষ্ঠিত গুনক মঈনুল ইসলাম মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।মুফতি রহিমুল্লাহ কাসেমীর ইন্তিকালের খবর পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী,লালপোল সোলতানিয়ার মুহতামিম মাওলানা ক্বারি মুহাম্মদ কাশেম,বিশিষ্ট হোমিও গবেষক ডা.মাহতাব হোসাইন মাজেদ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। এবং তার পরিবার ও ভক্তবৃন্দের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে মুফতি রহিম উল্লাহ কাসেমী গত ৯ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হন। ১১ মার্চ শনিবার তার হার্টে বাইপাস সার্জারির মাধ্যমে রিং বসানো হয়েছে। তারপর তিনি সুস্থ থাকলেও অপারেশনজনিত কারণে হাসপাতালে অবস্থান করছেন। অপারেশনের ফলে স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে তার আরো সময় লাগবে বলে হাসপাতাল থেকে জানানো হয়।
এদিকে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) আল্লামা মুফতি রহিম উল্লাহ কাসেমী নোয়াখালী হাতিয়ায় মাহফিলের সফরে খুব অসুস্থ হয়ে পড়েন। প্রথমে মাইজদী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে ঢাকা বনশ্রী ইয়ামাগাতা ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। নিউমোনিয়া আক্রান্ত হওয়ার কারণে আইসিইউতে রাখা হয়েছিলো।এর মাঝে মুফতি রহিম উল্লাহ কাসেমী সাহেবের রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, লালপোল সোলতানিয়া মাদ্রাসার মুহতামিম পীরে কামেল মাওলানা ক্বারী মুহাম্মাদ কাসেম ও মুফতি রহিম উল্লাহ কাসেমীর ছাহেবজাদা গুণক দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি মাহমুদুল হাসান। পরে শারীরিক অবস্হার অবনতি হয়।
© All rights reserved © 2020
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Leave a Reply