নিজস্ব প্রতিবেদকঃ
আবারও ভয়ঙ্কর রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোগে একদিনে ১০ হাজার ৫০২ জন মানুষ প্রাণ হারিয়েছেন।
গোটা পৃথিবীতে এখন পর্যন্ত ৫ কোটি ৫৯ লাখ ৪৩ হাজার ১৮৯ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
সুস্থ হয়েছেন ৩ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার ২৫৪ জন। মারা গেছেন ১৩ লাখ ৪৩ হাজার ৩৭৯ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে, ১ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৭১১ জন। সুস্থ ৭০ লাখ ৮৭ হাজার ৭৯৬ জন। মারা গেছেন ২ লাখ ৫৪ হাজার ২৫৫ জন।
যুক্তরাষ্ট্র বাদে ১০ লাখের উপরে আক্রান্ত হয়েছে আর ১০টি দেশে: ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, স্পেন, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, ইতালি, কলম্বিয়া এবং মেক্সিকো।
ভারতে ৮৯ লাখ ১২ হাজার ২০৭ জন শনাক্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ১ লাখ ৩১ হাজার ৩১ জন।
লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের অবস্থা এখনো সেই আগের মতো। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৬৬ হাজার ৭৪৩ জন মারা গেছেন। মোট আক্রান্ত ৫৯ লাখ ১১ হাজার ৭৫৮ জন।
© All rights reserved © 2020
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Leave a Reply