পারভেজ ভূঞাঁ ফেনী সদর থেকেঃ
আজ ২৬ জুলাই (রবিবার) ফেনী জেলার প্রাইভেট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম নিয়মিত তদারকির অংশ হিসেবে জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ফেনী সদর উপজেলায় অবস্থিত রয়েল হাসপাতাল ও জেনারেল হাসপাতাল প্রাইভেট লিমিটেডে অভিযান পরিচালনা করা হয়।
জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(সাধারণ শাখা, জেনারেল সার্টিফিকেট শাখা) আবদুল্লাহ আল মামুন এবং ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সেলিম চিশতিয়া । অভিযান চলাকালে অসম্পূর্ণ বর্জ্য ব্যবস্থাপনা, আলাদা প্যাথোলজি ল্যাব না থাকা, বেশিরভাগ নার্সের ডিপ্লোমা সনদ না থাকা, জরুরী বিভাগে কোভিড-নন কোভিড ট্রায়েজ সিস্টেম না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে রয়েল হাসপাতালকে এক লক্ষ টাকা এবং জেনারেল হাসপাতালকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং এসব অনিয়ম সংশোধনের জন্য সময় নির্ধারণ করে দেয়া হয়। জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এবং জনগণের স্বাস্থ্যসেবার সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়।
© All rights reserved © 2020
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Leave a Reply