নিউজ ডেস্কঃ
পরশুরাম থেকে পেয়ার আহামেদ বাবলু :-
কবি সালমা আখতার মনি! বেসরকারি বানিজ্যিক ব্যাংক এন সি সি বি পান্হপথ শাখা ব্যবস্থাপক! এ ভি পি পদে দায়িত্বশীল কর্মকর্তা! দু’সন্তানের এই জননীর স্বামী আরেক টি বানিজ্যিক ব্যাংকে কর্মরত। বর্তমান করোনা ভাইরাস কভিড ১৯ এ ফ্রন্ট লাইনে থেকে দায়িত্ব পালনে করছেন স্ব স্ব কর্মক্ষেত্রে।
কর্মব্যস্ততারর ফাঁকে উনি লেখালেখি করেন নিজের ফেসবুক আই ডি তে। ঢাকা/ চট্টগ্রামের ২/৪ টি জনপ্রিয় দৈনিক পত্রিকা সালমা মনির কবিতা ছাপিয়ে কর্মজীবী এই ব্যাংক কর্মকর্তা কে শ্রদ্ধা ও উৎসাহ যুগিয়ে থাকে। সেই ধারবাহিকতায় তার লেখা “ফেনী নিউজ ২৪. কম” এ প্রকাশের অনুমতি দিয়েছেন। কবির লেখা কবিতা চুরি করে নিজের নামে চালিয়ে দেয় কোন কোন ফেসবুক ইউজার। পরে এক সময় ডিলিট করতে বাধ্য হয়ে পিছু হটে। তিনি সমসাময়িক বিষয় নিয়ে লিখে থাকেন প্রায়ই। আজ করোনা মুক্ত পুরানো পৃথিবী কল্পনায় লিখেছেন অনবদ্য কবিতা টি।
ঘরে থাকুন সুস্থ থাকুন
ফেরে যদি//
সালমা আখতার মনি
সেদিন আকাশে সূর্য ছিলো না, অথচ আমি-
রোদ্দুর হয়ে ডেকেছি তোকে!
রোদ্দুরে বৃষ্টিতে ভেঁজাতে মাটি,
বুনে দিতে তাতে ফের ভালেবাসা বীজ!
যেন পৃথিবীটা আবার রঙ ফিরে পায়!
যেন মাটিতে আবার ফুল জন্মায়!
ভুল করে যেন তারা ঘ্রান না হারায়!
সেদিন ডেকেছি তোকে !
জোরে জোরে
হাঁক ছেড়ে !
দেখা পাইনি আলোয়,
আঁকাবাঁকা পথে চলে গেছে স্মৃতি!
যেমন তেমন
অলিতে গলিতে!
বুনে দিতে পারিনি তাই ভালোবাসা বীজ!
তবু অপেক্ষাতে আছি !
প্রেমহীন পৃথিবীটা ফেরে যদি!
ডেকেই চলেছি তোকে রঙধনু রঙে;
জানি বেশ দুরেই গেছিস চলে; তবু
বুনে যাই ভালবাসা বীজ, ফেরে যদি
গাঢ় শ্যাওলা জমা সবুজ একদিন!
পুরোনো পৃথিবী!
© All rights reserved © 2020
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
মনোমুগ্ধকর সৃষ্টি।
শুভ কামনা রইল আপনার জন্য ।