ফুলগাজী থেকে জাহিদুল হাসান শাওন
এবার করোনাভাইরাসে আক্রান্ত আরেক ক্রিকেটার নাজমুল ইসলাম অপু। এর আগে আজ দুপুরে খবর আসে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার করোনা আক্রান্তের খবর।
নাজমুল ইসলাম অপুর বাবা-মা দুজনও করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার প্রাদুর্ভাবের শুরু হওয়ার সময় থেকে অসহায় মানুষদের ত্রাণ ও খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করে আসছিলেন অপু। ঈদের পরে আবার পুনরায় অসহায় মানুষদের অনুরোধে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছিলেন তিনি।
নাজমুল ইসলাম অপু জানান, ‘মানুষের অনুরোধে পুনরায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছিলাম। পরে বাসায় আসার পর থেকে আমার বাবার শরীর খারাপ হয় খুব বেশি। তারপর বাবার করোনা পরীক্ষা করালে পজিটিভ আসে। বাবার পজিটিভ আসার পরে আমি এবং আমার মায়ের নমুনা পাঠাই। পরে আজ আমাদের দুজনেরও পজিটিভ এসেছে। তবে আমরা এখন বাসায়ই আইসোলেশনে আছি। আমি এবং মা সুস্থ থাকলেও বাবার শরীরটা একটু বেশি খারাপ। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’
© All rights reserved © 2020
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Leave a Reply