সায়েম মাহমুদ, চট্টগ্রাম থেকেঃ
এ জি আই গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশের চলচিত্র শিল্পের অন্যতম অগ্রপথিক অনন্ত জলিল তার ইউটিউব চ্যানেলের নির্দিষ্ট পরিমান সাবস্ক্রিপশন হওয়ায় ইউটিউব তাকে সম্মাননাসূচক সিলভার বাটন প্রদান করে যা হাতে পৌছায় আজ ১৯ জুন ২০২০।
অনন্ত জলিলের নিজস্ব পেজে এক লাইভ ভিডিওতে তিনি জানান, ২০১৪ সালে তাদের শেষ ছবি ‘মোস্ট ওয়েলকাম-২’ প্রকাশকালে তাদের একটি ইউটিউব চ্যানেল খোলা হয় যদিও নিস্ক্রিয়তার কারণে এ বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত তার দর্শক সংখ্যা ছিল মাত্র ৬০ হাজার। কিন্তু গত তিন মাসে অনন্ত সিআইপি চ্যানেলের সাবসক্রাইবার সংখ্যা এক লক্ষ অতিক্রম করায় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম এই জায়ান্ট কোম্পানি তার জন্য উপহার সরূপ এটি পাঠায়৷
এ প্রাপ্তিতে সকলকে ধন্যবাদ জানিয়ে অনন্ত জলিন বলেন, “এ প্রাপ্তি আপনাদের, আপনাদের সকলের ভালবাসা ছিল বলেই মাত্র তিনমাসে আমরা এক লক্ষেরও বেশি সাবসক্রাইবার পেয়েছি। আমি মনে করি এ প্রাপ্তি আপনাদেরই “
তার ইউটিউব চ্যানেল ঘুরে দেখা যায় এ রিপোর্ট লিখা পর্যন্ত তার চ্যানেলে ১ লক্ষ ৭৪ হাজার জন ইউটিউব ব্যাবহারকারী আছেন তার সাথে৷ জনাব জলিল সকলের প্রতি আস্তা রেখে বলেন, “আপনারা সাথে থাকলে খুব শীগ্রই আমরা গোল্ডেন প্লেটও পাব “।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply