আহসান আবিদঃ করোনায় ভাইরাসে সৃষ্ট দুর্যোগে দেশের সকল সাধারন মানুষ যখন অসহায়। কর্মহীন হয়ে পড়া মানুষরা যখন ত্রাণের দিকে ঝুঁকছে। অভাবের তাড়নায় দিশেহারা হয়ে পড়ছে। সরকারও চেষ্টা করছে সবার ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিতে। সাথে বেসরকারীভাবেও অনেক সামাজিক সংগঠন, রাজনীতিবিদ, ব্যবসায়ীরা ত্রাণের উপহার পৌঁছে দিচ্ছেন এলাকার অসহায় মানুষের ঘরে। মানবতার দিক চিন্তা করে অনেক বেসরকারি প্রতিষ্ঠানের মালিকরা ঘর ভাড়া ও দোকান ভাড়া মওকুফ করেছেন। এক কথায় সকল পেশাজীবীর মানুষই পরিস্থিতির কারনে এখন অসহায়। সরকারি বিভিন্ন দপ্তর মানবিক পরিচয় দিয়ে কাজ করলেও শুধুমাত্র বিদ্যুৎ বিভাগই তার উল্টো। লকডাউনে দরজা জানালা বন্ধ করে অফিস রুমে বসেই ভূতুরে বিল করছে আর বিলের কপি হাতে পেয়ে দিশেহারা হয়ে পড়ছে গ্রাহকরা। সারা দেশের মত ভূতুরে বিলের অভিযোগটি উঠেছে ফেনীতেও।
করোনার কারনে গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে রিডিং রেডি করতে না পারলেও অফিসে বসে বিল করছেন ঠিকই তবে ভূতুরে। আর সে বিল হাতে পেয়েই উঠেছে যত অভিযোগ।পৌর এলাকাসহ বিভিন্ন উপজেলা থেকেই অভিযোগ বাড়তি বিলের। ফেনী পৌর এলাকার বাসিন্দা মোঃ আনোয়ার জানান, প্রতি মাসে চারশ টাকার বিল এপ্রিল মাসে এক হাজার টাকা তাও কেউ না এসে।
এই সমস্যা সমাধান এর জন্য পিডিবি ও পল্লী বিদ্যুত এর গ্রাহকেরা দাবি জানাই।
© All rights reserved © 2020
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Leave a Reply