স্টাফ রিপোর্টার
করোনা রোগীদের চিকিৎসার জন্য ফেনীতে ভেন্টিলিটর নেই,ICU নেই৷প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা জনাব আলাউদ্দিন আহমেদ নাসিম কিছুদিন আগে এ পরিস্থিতি দেখে উদ্বেগ প্রকাশ করেন এবং ফেনীতে ব্যক্তিগত উদ্যোগে ICU স্থাপনের ঘোষণা দেন৷ তারই ধারাবাহিকতায় প্রথম ICU স্থাপিত হতে যাচ্ছে ফেনী ডায়বেটিকস হাসপাতালে তার পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত সালেহউদ্দিন-হোসনেআরা চৌধুরী ফাউন্ডেশনের অর্থায়নে VENTILATOR সহ ২টি ICU সরঞ্জাম হাসপাতালে পৌছে গেছে এবং প্রতিস্থাপনের কাজ চলছে।
তিনি তার ফেসবুক ওয়ালে লিখেছেন আগামী ৩/৪ দিনের মধ্যে ব্যাবহারোপযোগী হবে ।ফাউন্ডেশনের পক্ষ থেকে পর্যায়ক্রমে আরও ৩ টি সহ মোট ৫ টি ICU স্থাপন করা হবে।
ইতিপূর্বে তিনি ফেনী হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ৪০ লাখ টাকা ব্যয়ে একটি এ-ক্সরে মেশিন প্রদান করেন৷
ফেনীবাসীর পক্ষ থেকে জনাব নাসিমকে প্রাণঢালা অভিনন্দন ও ধন্যবাদ৷
© All rights reserved © 2020
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
সত্যের সন্ধানে FENINEWS24